দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের অর্জন সমূহ :
অর্জনসমূহ
দামুড়হুদা উপজেলার ২০০৮-০৯ হতে ২০১৮-১৯ ইং অর্থ বছরে অর্জনসমূহঃ গবাদিপশুর উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দুধ, মাংস এবং ডিমের উৎপাদন :
যথাক্রমে:
(১) দুধ : ২৮১১৬২৫ মিলি।
(২) মাংস : ৪০৮৩০১৭ কেজি।
(৩) ডিম ১৮৭৫০০৮০টি ।
গবাদিপশুর জাত উন্নয়নে উপজেলায় প্রায় ৮৪৮৮০টি গাভীকে কৃত্রিম প্রজনন করা ; রোগ প্রতিরোধ ৩৪০৫৫০টি গবাদিপশু এবং ২৮৫০২৫০টি হাঁস মুরগীর টিকা প্রদান।
৫২৫৭৬০ টি গবাদিপশু এবং ১৫৬০৫৯৫ টি হাঁস মুরগীকে চিকিৎসা প্রদান; ১৮৫ টি উঠান বৈঠকের মাধ্যমে ৪৬২৫ জন কৃষককে আধুনিক ও বিঞ্জানসম্মত গবাদিপশুপাখি পালনে সক্ষমতা বৃদ্ধিকরণ,প্রাণিসম্পদ উন্নয়নে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৭২০ জন কৃষকে প্রশিক্ষণ প্রদান; রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ৩৪০ টি রোগ নমূণা সংগ্রহ পূর্বক গবেষণাগারে প্রেরণ,গো-খাদ্যের সরবরাহ বৃদ্ধিতে সরকারী-বেসরকারী প্রায় ১৭একর জমিতে উন্নত জাতের ঘাসের নার্সারী স্থাপন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS